• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত 


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০৩:০৫ পিএম
মাগুরায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত 

মাগুরায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে স্থানীয় নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

পরে নোমানী ময়দানে ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। 
 

Link copied!